চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া হলেও অবস্থার কোনোও উন্নতি দেখা যাচ্ছে না। বরং অবস্থার অবনতি হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার (আমজাদ) ব্রেনের রক্তনালী বন্ধ হয়ে স্ট্রোক হয়েছে। এর আগে তার হার্টের রিদমে অসুবিধা ছিল। সেখান থেকে স্ট্রোকের উৎপত্তি হয়েছে, ব্রেনের দুপাশেই বড় রক্তনালী বন্ধ হওয়ায় স্ট্রোক হয়েছে।
এ অবস্থায় বিপদ মুক্ত হওয়ার সুযোগ খুবই কম থাকে। এ বিষয়ে আমজাদ হোসেনের ছেলে পরিচালক সোহেল আরমান বলেন, ‘বাবার অবস্থা ভালো না। এ অবস্থায় দেশের বাইরে নিয়ে যাওয়াও সম্ভব হচ্ছে না। সন্তান হিসেবে বাবার জন্য দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই।’