২০১৬ সালের মার্চ মাসে বিয়ে করেন অভিনেত্রী ঈশিকা খান। তার বর কায়সার খান। বিয়ের পর থেকে নিজেকে অভিনয় থেকে দূরে রেখেছেন তিনি। নতুন খবর হচ্ছে, দ্বিতীয়বারের মত সন্তানের মা হয়েছেন অভিনেত্রী। গত ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে লন্ডনের সেন্ট হেলিয়ার হাসপাতালে একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। মা ও ছেলে দুজনেই সুস্থ্য আছেন। এদিকে ঈশিকা তার ছেলের নাম রেখেছেন আমির মোহাম্মদ খান।
তিনি সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। ঈশিকা বলেন, ‘পৃথিবীতে সবচেয়ে দারুণ অনুভূতি হচ্ছে মা হওয়া। একইসঙ্গে এটি সবচেয়ে কঠিন কাজও। মা হতে পারার অনুভূতিটা আসলে প্রকাশ করার মত না। আমার এবারের প্রেগনেন্সিতে অনেক কমপ্লিকেশন ছিলো। আল্লাহর রহমতে সবকিছু ভালোভাবেই হয়েছে। আমরা দুজনেই ভালো আছি। আমাদের জন্য দোয়া করবেন।’ উল্লেখ্য, ঈশিকা ২০১৬ সালে বিয়ে করেন। সেই বছরই ডিসেম্বরে তার প্রথম সন্তান জন্ম নেয়।