আবারও বিয়ে করছেন আরবাজ খান
আরবাজ খানের অনেক আগেই নায়িকা মালাইকা অরোরার সঙ্গে দাম্পত্য সম্পর্ক ভেঙে গেছে। এরপর তিনি জড়িয়েছেন নতুন সম্পর্কে।
এবার সেই প্রেমিকাকে বিয়ে করতে যাচ্ছেন সালমান খানের ভাই আরবাজ। প্রেমিকার নাম জর্জিয়া এন্দ্রিয়ানি।
সূত্রে জানা গেছে, আগামী বছরই নাকি জর্জিয়ার সঙ্গে মালা বদল করে ফেলবেন আরবাজ খান। সে বিয়ে হবে গোপনে। ঘরোয়াভাবে আইনি প্রক্রিয়ায় দু’জনে বিয়ে করবেন। অর্থাৎ কোর্ট ম্যারেজ করবেন এই প্রেমিক যুগল।
এদিকে সম্প্রতি অর্পিতা খান শর্মার বাড়িতে গণেশ উৎসবের মুখোমুখি হয়েছিলেন আরবাজ খানের প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরা এবং বর্তমান প্রেমিকা জর্জিয়া। সামনাসামনি দেখা হওয়ার পরও কেউ কারও সঙ্গে কথা বলেননি।
আরবাজ এবং জর্জিয়ার এ সিদ্ধান্তে কোনো আপত্তি নেই খান পরিবারের। সালমানও নাকি চাইছেন ভাই আবার সংসার করুক।