তিনি লোকসম্রাজ্ঞী। তিনি জনগণের নেত্রী। মাটি ও মানুষের গান করে সর্বস্তরের মানুষের ভালোবাসার পাশাপাশি এর আগেও মমতাজ হয়েছেন সংসদ সদস্য। পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসা। দু’বারের সফল এমপি তিনি। সেই ধারাবাহিকতায় এবারও লোকসম্রাজ্ঞী কিনেছেন আওয়ামী লীগের মনোনয়নপত্র। মানিকগঞ্জ-২ (সিংঙ্গাইর) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ’র হয়ে নির্বাচন করছেন তিনি।
এ প্রসঙ্গে মমতাজ বলেন, ‘এলাকাবাসী যতদিন আমাকে ভালোবাসবে ততদিন আমি নির্বাচন করবো, মানুষের জন্য কাজ করবো। অবশ্য বিগত দুই বছরে আমার এলাকায় লক্ষণীয় কাজ করেছি, যা আগে মানুষ চিন্তাও করেনি। সামনেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’ এদিকে রাজনীতির পাশাপাশি তিনি গান নিয়েও বেশ ব্যস্ত।