বলিউডের অন্যতম জুটি শাহরুখ খান ও রানী মুখার্জি। দর্শকের কাছে যে জুটিগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে, তার মধ্যে নিঃসন্দেহে অন্যতম তারা দুজন। এ জুটি সর্বশেষ অভিনয় করেছেন ‘কাভি আলবিদা না ক্যাহনা’ ছবিতে। এরপর অনেক সময় পেরিয়ে গেলেও দুই বন্ধুকে আর একসঙ্গে দেখা যায়নি। সেই বিরতি কাটিয়ে ভক্তদের জন্য সুখবর নিয়ে ফিরছেন তারা।
আবারও একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ-রানী। বলিউডে নির্মিত হতে যাচ্ছে ভারতীয় মহাকাশবিদ রাকেশ শর্মার বায়োপিক। ‘স্যালুট’ নামের এই বায়োপিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলিউড কিং খান। তবে ছবিটির নায়িকা কে হবেন তা নিয়েই চলছিল আলোচনা। কখনও কারিনা কাপুর আবার কখনও ভূমি পেন্ডেকারের নাম শোনা যাচ্ছিল।
সম্প্রতি, একটি মালায়লাম ছবির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে এসে ‘স্যালুট’ এ কে নায়িকা হবেন তা নিয়ে মুখ খুললেন ছবির পরিচালক সিদ্ধার্থ কাপুর। তিনি জানান, শাহরুখের বিপরীতে রানী মুখার্জিকে প্রথম পছন্দ তার। রানী ছবির স্ট্ক্রিপ্ট পড়ার পর পছন্দও করেছেন।