Home » সাংস্কৃতিক আয়োজন » আজ শিল্পকলায় ‘গুণজান বিবির পালা’ আজ শিল্পকলায় ‘গুণজান বিবির পালা’ November 25, 2018 তারার আলো প্রতিবেদন : Off সাংস্কৃতিক আয়োজন, Spread the loveপদাতিক নাট্য সংসদের ৪১তম প্রযোজনা ‘গুণজান বিবির পালা’। আজ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে নাটকটি। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী। মঞ্চ নিয়ে কাজ করেছেন সঞ্জীব কুমার দে, আলো নিয়ে অতিকুল ইসলাম জয়। পোশাক, দ্রব্য ও কোরিওগ্রাফি করেছেন সাঈদা শামছি আরা, সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন হামিদুর রহমান পাপ্পু, মনির দেওয়ান, প্রযোজনা অধিকর্তা ছিলেন সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো। অভিনয় করেছেন মমিনুল হক দীপু, মশিউর রহমান, সাঈদা শামছি আরা, মো. ইমরান খাঁন, সালমান শুভ চৌধুরী, জিনিয়া আজাদ, তাসমী চৌধুরী, আবু নাসেম লিমন, জিতু, শরীফুল ইসলাম, আবু সাইদ, জয়, পৃথা, আকাশ,জীবন, রাশেদ, শারমিন। Previous: কালো অন্তর্বাসে হট দিশা, ঝড় উঠেছে ট্যুইটারে Next: সংস্কার নাট্যদলে ‘মহাপতঙ্গ’ আজ About The Author তারার আলো প্রতিবেদন :