অস্কারে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’
মোস্তফা সরয়ার ফারুকীর জনপ্রিয় সিনেমা ‘ডুব’অস্কারের ৯১তম আসরে বিদেশি ভাষার প্রতিযোগিতা বিভাগে এবার বাংলাদেশ থেকে যাচ্ছে ।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত এক সংবাদ সম্মেলন রোববার বেলা ১২টায় এই ঘোষণা দেওয়া হয়েছে।
কলকাতার এসকে মুভিজ ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘ডুব’। এই দুই প্রতিষ্ঠানের সঙ্গে আরও অর্থ লগ্নি করেছিলেন বলিউড অভিনেতা ইরফান খান নিজেই।
সিনেমাতে ইরফান খানের পাশাপাশি অভিনয় করেছেন কলকাতার পার্ণো মিত্র, বাংলাদেশের তিশা এবং রোকেয়া প্রাচী।