অভিনেত্রী মৌসুমী। ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী তিনি। গতকাল ৩ নভেম্বর ছিল তার জন্মদিন। ভক্তদের সারপ্রাইজ দিলেন তিনি। শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরাতে নিজের রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে নায়িকা নিজের নতুন পরিচয় প্রকাশ করলেন। মৌসুমী এখন থেকে সাংবাদিক। তিনি একটি নিউজ পোর্টালের ঘোষণা দিয়েছেন। নাম ‘ইয়েসনিউজবিডিডটকম’। যেখানে বিনোদনের খবর প্রকাশ করা হবে।
সাংবাদিকদের সম্মানার্থে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে মৌসুমী বলেন, ‘এতদিন আমি একপাশে বসতাম আর আমার সাংবাদিক ভাইয়েরা অন্যপাশে বসতেন। এখন আমরা একসঙ্গে বসবো। আমি একটি নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছি। এর চিফ রিপোর্টার হিসেবে কাজ করবেন অভি মঈনুদ্দিন।’
মৌসুমী আরও বলেন, ‘সাংবাদিকতার প্রতি অনেক আগে থেকেই আগ্রহ ছিল। পেশাজীবনে অনেক সাংবাদিকের সঙ্গে মিশেছি। সেই জন্য এই পেশার প্রতি ভালো লাগা আরও বেশি। আশা করি অভিনয়ের মতো সাংবাদিক ক্যারিয়ারেও সবাইকে পাশে পাবো।’
অনুষ্ঠানে নায়িকা মৌসুমী একটি ইউটিউব চ্যানেলেরও ঘোষণা দেন। ইয়েস ম্যাক্স নামের চ্যানেলটি অনলাইনে পাওয়া যাবে বলে জানান তিনি।