বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। তার বিয়ে নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। প্রেমিক রণভীর সিংয়ের সঙ্গে কবে হবে বিয়ে, জানতে উন্মুখ তার ভক্তরা।
শিগগিরই বিয়ে করছেন রণভীর-দীপিকা অবশেষে জানা গেল। আর বিয়ের দিন নিজেই ঘোষণা করলেন দীপিকা ।
রোববার বিকেলে টুইট করে জানালেন তিনি, আগামী ১৪ এবং ১৫ নভেম্বরেই তাদের চার হাত এক হতে চলেছে।
তিনি আরও লিখেছেন, সবার সঙ্গে এই খবর শেয়ার করতে পেরে তারা খুবই খুশি। দু’জনের পরিবারের আশীর্বাদে আগামী ১৪ এবং ১৫ নভেম্বর বিয়ে করতে চলেছেন রণভীর ও দীপিকা।
তাদের নতুন জীবনের জন্য সবার কাছে আশীর্বাদও চেয়েছেন এই দুই তারকা।