ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। নানান বৈচিত্র্যময় চরিত্রে দেখা গেছে তাকে। এবার অন্যরকম এক চরিত্রে হাজির হলেন তিনি। ‘ব্রা-দার’ নামে একটি নতুন নাটকে একজন অন্তর্বাস বিক্রেতার চরিত্রে দেখা যাবে তাকে। নাটকটি পরিচালনা করেছেন এই সময়ের জনপ্রিয় নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। এটির কাহিনি এবং চিত্রনাট্যও তিনি লিখেছেন।
সম্প্রতি রাজধানী উত্তরার বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। নাটকটিতে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন সামিয়া অথৈ। বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন- গোলাম রাব্বানী মিন্টু, সাহেদ আলী ও সিয়াম নাসির। আগামী ২২ নভেম্বর, বৃহস্পতিবার এটি আইফ্লিক্সে মুক্তি পাবে।