বলিউড অভিনেত্রী কালকি কোয়েচলিন। অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুলেছেন তিনি। তার মতে এ ধরণের শুটিংয়ে একে অপরের প্রতি আস্থা থাকা জরুরী। কালকির মতে, এ চর্চাকে চলচ্চিত্র অঙ্গনে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। অভিনেত্রী বলেন, ‘আমি বহুবার অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছি। এমন অভিনেতার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য করেছি, যার সঙ্গে পূর্বে কখনো দেখা-সাক্ষাৎ হয়নি। কিন্তু বিব্রতকর কিছুই ঘটেনি।’
কালকি আরও বলেন, ‘যখন আমরা শুটিং সেটে থাকি, অ্যাকশন দৃশ্য করার সময় তা সত্যিকারের মারপিট হয় না। ভুল করেও কেউ কারো মুখে ঘুষি মেরে দেয় না। তো, কেন আমরা একইভাবে অন্তরঙ্গ দৃশ্য করতে পারব না?’ তিনি বলেন, ‘আমি বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছি। এমনও হয়েছে ঠোঁটে ঠোঁট রাখার আগে কোনো কোনো অভিনেতার সঙ্গে আমার দেখাও হয়নি। তবে এটা বলতে পারি আমার কোনো অনুভূতিই তৈরি হয় না। দুই অভিনেতার পরস্পরের প্রতি আস্থা থাকা জরুরি।’